মেঘ-পাহাড়ের বান্দরবান ভ্রমণ
ভ্রমণসূচীঃ
প্রথম দিনঃ সকালে বান্দরবান পৌঁছে আমরা আমাদের নির্দিষ্ট হোটেলে উঠব। ফ্রেশ হয়ে সকালের নাস্তা খাব। তারপর হোটেলে যে যার মতো বিশ্রাম নেব। লাঞ্চের আগে কোনো সাইটসিং থাকছে না, তাই চাইলে কেউ শপিংও করে নিতে পারেন এ সময়ে।
দুপুরের খাওয়া-দাওয়া সেরে জিপে চেপে যাব মেঘলা পর্যটন এলাকায়। মেঘলাতে ঘণ্টা দুয়েক পার করার পর যাব নীলাচল পাহাড়ে। সেখানে গিয়ে প্রায় পনেরো শ ফুট পাহাড় চূড়া থেকে দেখব বান্দরবান শহর আর সূর্যাস্তের সৌন্দর্য! সন্ধ্যার পর ফিরে আসব হোটেল। এরপর যে যার মতো বিশ্রাম বা শপিং।
দ্বিতীয় দিনঃ সকালে নাস্তা খেয়ে যারা চাইবেন স্বর্ণ মন্দির ঘুরে আসবেন। বেলা ১১ টায় শুরু হবে বাংলাদেশর সবচেয়ে পরিচিত স্পট নীলগিরির পথে যাত্রা। এরপর নীলাভ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নীলগিরি পৌঁছে যাব ঘণ্টা দুয়েকের মধ্যে। তার আগেই যাওয়ার পথে দেখে নেব চিম্বুক পাহাড় আর শৈলপ্রপাতের সৌন্দর্য।নীলগিরির মায়াবী রূপ দেখে ফেরার পালা শুরু হবে বিকেল বেলায়। সন্ধ্যার মধ্যে ফিরে আসব বান্দরবান শহরে। ফ্রেশ হয়ে রাতের খাবার গ্রহন। তারপর রাতের বাসে চেপে ঢাকায় ফেরার পালা। পরের দিন সকালে ঢাকায় পৌঁছব ইনশা আল্লাহ।
প্যাকেজে যে সব বিষয় অন্তর্ভূক্ত থাকবেঃ
- ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসের টিকেট।
- মেঘলা ও নীলাচল ঘোরার জন্য জিপ ভাড়া।
- চিম্বুক-নীলগির ঘোরার জন্য রিজার্ভ জিপ ভাড়া।
- প্রতিদিন তিনবেলা খাবার।
- গাইড ফি।
প্যাকেজের বাইরে থাকবে যে সব বিষয়ঃ
- চিম্বুক, নীলগিরি, মেঘলা ও নীলাচলের প্রবেশ ফি।
- মেঘলায় কেবল কার রাইডিং ফি।
- বান্দরবান শহরে ব্যক্তিগত প্রয়োজনে রিকশা, অটোরিকশা ভাড়া।
- কেনাকাটাসহ ব্যক্তিগত যে কোনো খরচ।
- প্যাকেজে উল্লেখিত খরচের বাইরে যে কোনো খরচ।
- রাতে বাসে যাওয়া-আসার সময় হোটেল যাত্রা বিরতিতে যে কোনো খাবার।
ভ্রমণ স্পটঃ
খরচ :
→জনপ্রতি ৫০০০/- টাকা > এক রুমে ৩-৪ জন
→জনপ্রতি ৫৫০০/- টাকা > এক রুমে ২ জন
টাকা পাঠানোর ব্যবস্থা:
ব্যাংক এ্যাকাউন্ট:
Account name : Md. Rezaul Karim
Account no: 1509202241575002
Brac Bank, Satmasjid road branch, Dhanmondi, Dhaka.বিকাশ (পার্সোনাল): ০১৭১৭-০৯০০৭৮ অথবা
০১৮৭৭-০২৭২৭৭।
রকেট(ডাচ-বাংলা)ঃ ০১৮৭৭-০২৭২৭৭৪যোগাযোগঃ সুমন্স ট্যুরিজম , বাসা ১৫, রোড ০১, কাদেরাবাদ হাউজিং , মোহাম্মদপুর , ঢাকা ১২০৭ ।
মোবাইলঃ +৮৮০১৮৭৭০২৭২৭৭ অথবা +৮৮০১৭১৭০৯০০৭৮
যেকোন ট্যুরের জন্য ভিজিট করুন www.sumonstourism.com